
জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা মাইনুল ইসলামের দাফন রাষ্ট্রীয় মর্য়াদায় রোববার বিকেল ৩টায় সম্পন্ন হয়েছে। শাহবাজপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজের পর তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি ওই গ্রামের মৃত.আব্দুল আখের বিশ্বাসের ছেলে। শনিবার দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড.কেরামত আলী,উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুলতান আলী,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ,শাহবাজপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, মোবারকপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসাহাক মিয়া প্রমুখ।