এক মিনিট বাতি নিভিয়ে কালরাত স্মরণ

২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে বাতি নিভিয়ে এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করলো দেশবাসী। সময়টা ছিল রবিবার রাত ৯টা থেকে ৯টা ০১ মিনিট পর্যন্ত।
এর আগে, গত ১১ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে কালরাতে নিহতদের স্মরণে সারাদেশে এক মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।