রাজধানীর উত্তরায় ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম রফিক উদ্দিন বাবু (২৮)। সোমবার বেলা ১২টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের সহকর্মী রাশেদুল জানান, ভবনের বাইরের দিকে ঝুলন্ত মইয়ে বসে রংয়ের কাজ করছিলেন বাবু। এ সময় হঠাৎ মই ছিঁড়ে তিনি নিচে পড়ে গেলে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসারত অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।