এইচপি দলের স্পিন কোচ আব্দুর রাজ্জাক

জিবিনিউজ 24 ডেস্ক//

বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের আপাতকালীন স্পিন কোচ হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন আবদুর রাজ্জাক। তবে তিনি পূর্ণাঙ্গ কোচিং পেশা নিয়ে ভাবছেন না এখনই।

আগামী ১৪ মে থেকে শুরু হবে এইচপি দলের ক্যাম্প। এই ক্যাম্পে সংক্ষিপ্ত মেয়াদে স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন আব্দুর রাজ্জাক।

 

আবদুর রাজ্জাক বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আমি এইচপি ক্যাম্পে যোগ দেব। তবে বিষয়টা এমন না যে আমি আমার মনোযোগ কোচিংয়ে সরিয়ে নিচ্ছি। মূলত তরুণ ছেলেদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত।

এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দূর্জয় বলেন, আমরা এখনও এইচপি ইউনিটের জন্য ভালো কোনো স্পিন কোচ বা পরামর্শক পাইনি। তাই আমরা রাজ্জাককে এইচপি ক্যাম্পে যুক্ত করতে চাচ্ছি। আমাদের আশা সে নিজের অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে ভাগ করে নিতে পারবে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন বাঁহাতি টাইগার স্পিনার আবদুর রাজ্জাক। এরপর থেকে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

আবদুর রাজ্জাক ছাড়াও এইচপির অনুশীলনে থাকার কথা রয়েছে জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের। এছাড়া আগামী ১ জুন ঢাকা আসার কথা রয়েছে এইচপি দলের প্রধান কোচ টবি রেডফোর্ডের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন