গোবিন্দগঞ্জে গ্যাং রেপের অভিযোগে আটক- ৪

gbn


আশরাফুল ইসলাম গাইবান্ধা//
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে এক যুবতীকে দুই দিন ধরে আটকে রেখে গ্যাং রেপের অভিযোগের ঘটনায় ৪জনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভার ১নম্বর ওয়ার্ডের শিববাড়ীএকটি বাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার কোন এক সময়ে ফরিদপুর জেলার চক হরিরামপুর গ্রামের গ্যাং রেপের শিকার ২০ বছর বয়সি ঐ যুবতী গোবিন্দগঞ্জে আসে। এসময় কয়েকজন যুবক তাকে গোবিন্দগঞ্জ পৌরসভার ১নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আটকে রেখে পর্যায়ক্রমে ধর্ষণ করে। দুই দিন ধরে আটকে থেকে উদ্ধার পেতে কৌশলে গতকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার যুবতী ঐ বাড়ি থেকে বেড়িয়ে সরাসরি গোবিন্দগঞ্জ থানায় উপস্থিত হয়। এসময় তার লিখিত একটি অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্যাং রেপে জড়িত অভিযোগে ৪জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা চাষকপাড়া গ্রামের আনোয়রুলের ছেলে শাহাদৎ হোসেন (২০), নাচাই কোচাই (ফুলবাড়ী) গ্রামের রহমান সরকারের ছেলে জহুরুল সরকার (২৬), পৌরসভার বোয়ালিয়া (নয়াপাড়া) গ্রামের আ. হামিদের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), থানাপাড়া (কসাইপাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে জাহিদ হাসান (২৭)।
একই অভিযোগে পলাতক রয়েছে চাষকপাড়া গ্রামের পচু মিয়ার ছেলে আনারুল (৩২), কুড়িপাড়া (শিববাড়ি) গ্রামের সুনিলের ছেলে নবানু (৩২)সহ অজ্ঞাত কয়েকজন।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান আটকের ঘটনা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩), ৯(৩)/৩০ ধারায় রুজু হওয়া মামলা নম্বর ৪৯। এঘটনায় জড়িত অপর আসামীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন