সিলেট নগরে ট্রাক চাপায় শ্রমিক নিহত

সিলেট নগরে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর মহাজনপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক ওই এলাকায় কাজ করতেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার এস আই ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।