ডিমলায় মাদক সম্রাট ধীরেন গাজাঁসহ গ্রেফতা

মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইম রিপোর্টার নীলফামারী \
নীলফামারীরডিমলায় মাদক সম্রাট ধীরেন(৪৬) কে গাজাঁসহ আটক করেছে ডিমলাথানা পুলিশ।সে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিনসুন্দরখাতার সিংপাড়া গ্রামের মৃত,বেনামী চন্দ্র রায়ের ছেলে।পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার(৩০শে জানুয়ারী) ভোর রাতে ডিমলা থানারএসআই ইমাদ উদ্দিন মোহাম্মদ ফারুক ফিরোজ ও এএসআই রেজাউল করিমসঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীর নিজ বাড়িরপিছনের বাশঁঝাড় থেকে দুইশত গ্রাম গাজাসহ তাকে আটককরেন।আটককৃত মাদক ব্যবসায়ী ধীরেন মাদকের মামলায় দীর্ঘদিন হাজতখেটে জামিনে বেড়িয়ে এসে পুনরায় গোপনে মাদক ব্যবসা চালিয়েআসছিলেন।তার বিরুদ্ধে পুর্বেরও একাধিক মাদক মামলা আদালতে চলমানরয়েছে বলে পুলিশ নিশ্চিত করেন।ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেবলেন,গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের মাধ্যমে আজ(মঙ্গলবার) জেলা কারগারে প্রেরন করা হবে।