জিবি নিউজ 24 ডেস্ক //
রাশিয়ার সামরিক অভিযানে যুদ্ধপরাধের অভিযোগ এনে ইউক্রেন আন্তর্জাতিক আদালতে মামলার আবেদন করে। দ্য হেগের আন্তর্জাতিক বিচারালয়ে (আইসিজে) এই অভিযোগের মামলায় শুনানি অনুষ্ঠিত হবে ৭ ও ৮ মার্চ।
জাতিসংঘের বিচার সংক্রান্ত অঙ্গ সংগঠন আইসিজে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ণহত্যা প্রতিরোধ ও সাজা বিষয়ক কনভেনশনের আওতায় এ শুনানি হবে। খবর এএফপির।
এর আগে গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে আইসিজেতে মামলার আবেদন জমা দিয়েছে ইউক্রেন। আগ্রাসনকে ন্যায্যতা দিতে গণহত্যার ধারণাকে কাজে লাগানোয় রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এখনই রাশিয়ার সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দিতে জরুরি সিদ্ধান্তের অনুরোধ করছি এবং আগামী সপ্তাহে বিচার শুরু হবে বলে আশা করছি।
হেগ ভিত্তিক আইসিজে জাতিসংঘের শীর্ষ আদালত এবং কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তার সিদ্ধান্ত নেন এই আদালত। তবে আদালত পৃথক রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনতে পারে না বলেও কথা ওঠেছে।
 
                            
                             
                                                                                                
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন