রাশিয়ার ওপর যাদের নিষেধাজ্ঞার খড়গ

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

দিন দিন আরও ঘনিভূত হচ্ছে ইউক্রেন-রাশিয়ার চলমান উত্তেজনা। এরই মধ্যে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়ায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব, জাপান ও অস্ট্রেলিয়া। নতুন আরোপিত এসব নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানের পক্ষ থেকে সম্মিলিতভাবে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক ও ধনী ব্যক্তিদের লক্ষ্য করে দেওয়া হয়েছে। এরই মধ্যে জার্মানি রাশিয়ার থেকে যাওয়া গ্যাস পাইপ লাইন নর্ড স্ট্রিম-২ স্থগিত করার ঘোষণা দিয়েছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

দেখে নেওয়া যাক কোন দেশ কী কী নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর

যুক্তরাষ্ট্র

রাশিয়ার আর্থিক খাতকে কেন্দ্র করেই নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। গত সোমবার স্বাক্ষর করা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক নির্বাহী আদেশে রাশিয়ার আর্থিক খাতের যেকোনো প্রতিষ্ঠানকেই মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য বলে উল্লেখ করা হয়।

ওয়াশিংটন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বৃহত্তম অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান ভিইবি ও প্রমজভ্যাজব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ব্যাংক দুটিকে রুশ সরকারে আশীর্বাদপুষ্ট বলে ধারণা করা হয়। প্রতিষ্ঠান দুটির সম্মিলিত সম্পদ ৮০০ কোটি ডলারেরও বেশি। এ ছাড়া বুধবার থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দেশটির ‘অভিজাত’ শ্রেণি এবং রাশিয়ার বেসামরিক নেতৃবৃন্দও।

উল্লেখ্য, রাশিয়ার বৈদেশিক লেনদেনের ৮০ শতাংশেরও বেশি ও বাণিজ্যের অর্ধেক লেনদেন পরিচালিত হয় মার্কিন ডলারে।

যুক্তরাজ্য

যুক্তরাজ্য রাশিয়ার পাঁচটি ব্যাংক ও ৩ ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে। তাঁরা হলেন, গেনাডি টিমচেঙ্কো, বরিস রোটেনবার্গ ও ইগর রোটেনবার্গ। রোটেনবার্গ এসজিএম গ্রুপের অন্যতম কর্ণধার। তার প্রতিষ্ঠান তেল ও গ্যাসের অবকাঠামো নির্মাণ করে। টিমচেঙ্কো বেসরকারি বিনিয়োগ সংস্থা ভলগা গ্রুপের মালিক।

অপরদিকে ব্যাংক পাঁচটি হলো, রাশিয়া ব্যাংক, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রমজভ্যাজব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক।

জার্মানি

রাশিয়া থেকে গ্যাস বয়ে নিয়ে যাওয়া নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে জার্মানি। ১১.৬ বিলিয়ন ডলারের প্রকল্পটি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস জায়ান্ট গ্যাজপ্রমের মালিকানাধীন।

ইউক্রেন

ইউক্রেনের সংসদ দেশটির বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত অঞ্চলগুলির স্বাধীনতার স্বীকৃতিদানকারী ও পূর্ব ইউক্রেনে রাশিয়ান সেনা প্রবেশ সমর্থনকারী আইনপ্রণেতাসহ ৩৫১ রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিষেধাজ্ঞার আওতায় ওই ব্যক্তিরা ইউক্রেনে কোনো ধরনের কার্যকলাপ করতে পারবেন না।

ইউরোপীয় ইউনিয়ন

২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনের মতোই একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাঁরাও ইউক্রেনের মতো একই শর্তারোপ করে ৩৫১ রুশ রাশিয়ান রাজনীতিবিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। তবে তাঁরা একই সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা ও ব্যাংকিং খাতের সঙ্গে জড়িত অন্যান্য আরও ২৭ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে।

জাপান ও অস্ট্রেলিয়া

জাপান ও অস্ট্রেলিয়াও ইউক্রেনবিরোধী আগ্রাসনে জড়িত রুশদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। জাপানের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, জাপানে রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করা, নির্দিষ্ট কয়েকজন রুশ নাগরিকের সম্পদ জব্দ করার পাশাপাশি জাপানে ভ্রমণ সীমাবদ্ধ করা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন