টিকটকে আসছে বিধিনিষেধ

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিয়ে সমালোচনা চলছে অনেকদিন ধরেই্। এই সমালোচেনার মুখে অ্যাপটির কনটেন্ট দেখার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আনার পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

প্রযুক্তি বিষয়ক সাইট এনগেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নিয়মের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে কোম্পানি বলছে, তাদের এই উদ্যোগের লক্ষ্য তরুণদের পূর্ণবয়স্ক আধেয় (অ্যাডাল্ট কনটেন্ট) থেকে রক্ষা করা।

 

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল শুনানিতে কোম্পানির জননীতি বিষয়ক সহসভাপতি জানিয়েছেন, বয়সের ভিত্তিতে আধেয় উপভোগ নিয়ে তারা নতুনভাবে কাজ করছেন। এই কথার অর্থ— টিকটকের ভোক্তারা নিজস্ব বয়স অনুযায়ী কনটেন্ট দেখতে পাবেন।

টিকটকের বৈশ্বিক নীতি বিষয়ক প্রধান ট্রেসি এলিজাবেথ বলেন, যখন পুরো পদ্ধতি যাত্রা শুরু করবে তখন অ্যাডাল্ট কনটেন্টগুলো শিশু-কিশোরদের জন্য নিষিদ্ধ করা হবে। যে কনটেন্টগুলো তুলনামূলক কম পরিপক্ক টিকটকের ভোক্তারা নিজস্ব সুবিধা অনুযায়ী সেগুলো দেখতে পারবেন কিংবা পরিত্যাগ করতে পারবেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন