টিকার আওতায় এসেছেন সাড়ে ১৫ কোটি মানুষ

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

করোনাভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত ১৫ কোটি ৫০ লাখ ২ হাজার ১১৭ জনকে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯ কোটি ৪৭ লাখ ৩ হাজার ২৯৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ কোটি ৯১ লাখ ৮ হাজার ৫৩৯ জন। বুস্টার ডোজ নিয়েছেন ১১ লাখ ৯০ হাজার ২৮২ জন।

সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ১১ লাখ ১৯ হাজার ৬৩৮ জন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬ লাখ ৮৮ হাজার পাঁচজন, দ্বিতীয় ডোজ ৩ লাখ ৬৫ হাজার ২৮৬ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৬৬ হাজার ৩৪৭ জন।

 

প্রথম ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ৩ লাখ ৩৯ হাজার ১৪১ জন এবং নারী ৩ লাখ ৪৮ হাজার ৮৬৪ জন। দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ২৯২ জন এবং নারী ১ লাখ ৮১ হাজার ৯৯৪ জন। বুস্টার ডোজ নিয়েছেন ৪২ হাজার ৯৯৭ পুরুষ ও ২৩ হাজার ৩৫০ জন নারী।

করোনার টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৮ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৮ কোটি ৩০ লাখ ৭১ হাজার ৩৩৭ জন, পাসপোর্টের মাধ্যমে ১৩ লাখ ১ হাজার ৭৬৭ জন এবং জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে ১৪ লাখ ৭৪ হাজার ৪৯০ জন নিবন্ধন করেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন