স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলার গণমানুষের মুক্তি এখনও মিলে নাই মন্তব্য করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, স্বাধীনতার মুল চেতনা গণতন্ত্র-মানবাধিকার এখনও প্রশ্নবিদ্ধ ? গণতন্ত্রের প্রশ্নে কোনো রকম মতানৈক্য না থাকলেও দেশ গত ৫০ বছরেও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে শাসকগোষ্টি।
সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে "স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তি"- উপলক্ষে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাসের সঞ্চালনায় এবং চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।
এতে উদ্বোধনী বক্তব্যে রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী। প্রধান আলোচক ছিলেন,ডেপুটি অ্যাটর্নী জেনারেল এডভোকেট আবুল হাশেম।
এই সময় প্রধান অতিথি মসিউর রহমান রাঙ্গা বলেন, স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তী এবং বিজয়ের ৫০ বছরে নারী ও শিশুদের জীবন মান অনেক উন্নত হয়েছে। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব এবং দেশের উন্নয়নে নারী ও শিশুদের অংশ গ্রহণ জরুরী।
এই সময় আরও উপস্থিত ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, ইঞ্জিনিয়ার আরফান উল্লাহ চৌধুরী আপেল, পুলিশ সুপার জয়িতা শিল্পী, গবেষক ও কবি ড. নাঈমা খানম, ফাউন্ডেশন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ মহিন, সাধারণ সম্পাদক, মোয়াজ্জেম হোসেন বুলবুল, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স, মোঃ আসাদ আলী রাজু, মোঃ আলাউদ্দিন আরাফাত, সাথী আক্তার, শাহিন আলম চমক, মোঃ ফরিদ গাজী, আঃ লতিফ, লাভলু, তালহা, নাইম, মোঃ মিলন প্রমুখ।
এই সময় চলচ্চিত্র অভিনেতা নাদের চৌধুরী, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান,খল অভিনেতা জাদু আজাদ, জয় বাংলা সিনেমার প্রযোজক মোঃ মিটু শিকদার, চিত্রনায়ক শ্রাবণ শাহ, চিত্রনায়িকা শাকিরা সহ বিভিন্ন ক্যাটাগড়িতে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন