যুক্তরাজ্যে ২ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, দেশটিতে ২ জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন পাওয়া যাচ্ছে।

শনিবার (২৭ নভেম্বর) রাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

সাজিদ জাভিদ জানান, চেমসফোর্ড ও নটিংহামে এই দুজনকে শনাক্ত করেছে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি। সংক্রমিত দুজন পরষ্পরের সংস্পর্শে এসেছিলেন। ওই দুজন ও তাদের পরিবারকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের আরও পরীক্ষা করা হবে। এছাড়া, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ট্রাকিং করা হচ্ছে।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নতুন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং এবং ইজরায়েলেও পাওয়া গেছে।

বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন