পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

জিবি নিউজ 24 ডেস্ক //

১২ বলে জয়ের জন্য দরকার ছিল ২২ রান। কাজটা নিমিষেই করে ফেলল অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েড ১৯তম ওভারে শাহীন শাহ আফ্রিদিকে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচটা নিজেদের করে নেয়।

পরপর তিন ছক্কা হাঁকানোর আগে ম্যাথু ওয়েডকে জীবন দিয়েছিলেন হাসান আলী। ক্যাচ মিসে ম্যাচটাই মিস করে ফেলল পাকিস্তান।

সম্পর্কিত খবর

পাকিস্তানের দেওয়া ১৭৭ রানের টার্গেট অস্ট্রেলিয়া ছুঁয়ে ফেলল এক ওভার আগে। ৫ উইকেটের জয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তারা। রোববার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ প্রথম সেমিফাইনালে জয় পাওয়া নিউজিল্যান্ড।

বলা হয়ে থাকে, শেষ ভালো তো সব ভালো। ম্যাথু ওয়েড শেষটা ভালো করে সবটাই ভালো করে দিলেন। পাকিস্তান পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখে অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল। কিন্তু শেষটায় ওয়েডকে থামানোর উত্তর তাদের জানা ছিল না। মাত্র ১৭ বলে সব এলোমেলো করে দিলেন।

২ চার ও ৪ ছক্কায় ৪১ রান করেন ওয়েড। ১৯তম ওভারে তার ব্যাট থেকে আসে তিন ছক্কা। তার ছক্কার হ্যাটট্রিকে শেষ পাকিস্তানের বিশ্বকাপের মিশন। ম্যাচসেরার পুরস্কারটা গেছে তার হাতেই। দারুণ অবদান রেখেছেন মার্কস স্টয়নিস। ৩১ বলে ৪০ রান করেন ২টি করে চার ও ছক্কায়।

প্রথম সেমিফাইনালে শেষ ৪ ওভারে ৫৭ রান লাগত নিউ জিল্যান্ডের। ৩ ওভারে ওই রান নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে কিউইরা।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন