ফেসবুকের নতুন নাম ‘মেটা’

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে মেটা।

বৃহস্পতিবার ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নতুন এ নাম ঘোষণা করেন বলে এনবিসি নিউজ জানিয়েছে।

 

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে-কয়েকদিন যাবত এ গুঞ্জন চলছিল।

অবশেষে ফেসবুকের নাম মেটা রাখার ঘোষণা দেন জাকারবার্গ। একইসঙ্গে মেটাভার্স সংযুক্ত করার বিস্তারিত পরিকল্পনা পেশ করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন যে, মূল কোম্পানির নাম পরিবর্তন করে “মেটা” করা হচ্ছে শুধুমাত্র তার সমস্যাযুক্ত সামাজিক নেটওয়ার্কের বাইরে ভবিষ্যতের প্রতিনিধিত্ব করার জন্য।

ফেসবুক প্রধান বলেন, আমরা সামাজিক সমস্যাগুলির সাথে লড়াই করে এবং বন্ধ প্ল্যাটফর্মের অধীনে জীবনযাপন করার থেকে অনেক কিছু শিখেছি এবং এখন সময় এসেছে আমরা যা শিখেছি তা গ্রহণ করার এবং পরবর্তী অধ্যায় তৈরিতে সহায়তা করার।

গত সপ্তাহে ফেসবুক তাদের নাম পরিবর্তনের ঘোষণা দেয়। তবে সেখানে নতুন কি নাম হবে তা উল্লেখ করা হয়নি। আলোচনায় ছিল বেশ কয়েকটি নাম।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্থানীয় সময় রাত ১০টায় এক সভা অনুষ্ঠিত হয় সেই সভায় ফেসবুকের নতুন নাম ঘোষণা করা হয় মেটা।

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জুকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করেছে ফেসবুক।

ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে নতুন পথচলা শুরুর ইঙ্গিত দিলেন মার্ক জুকারবার্গ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন