জিবি নিউজ 24 ডেস্ক //
‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ (টিএলপি) দলের ৩৫০ কর্মীকে মুক্তি দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মুক্তির খবর নিশ্চিত করেছেন।
সোমবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে মুরিদকে শহরের কাছে সোমবার প্রধান সড়কে শত শত টিএলপি বিক্ষোভকারী অবস্থান নেয়। এরই মধ্যে সরকার এবং দলটির নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
আলোচনায় সরকারে পক্ষে নেতৃত্ব দেওয়া দলের প্রধান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ বলেন, আমরা এখন পর্যন্ত টিএলপির ৩৫০ জনকে মুক্তি দিয়েছি। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে আমরা রাস্তাগুলো খুলে দেওয়ার অপেক্ষায় আছি।
টিএলপির কেন্দ্রীয় তথ্য সচিব পীর এজাজ আশরাফি বলেন, সোমবার রাজধানী ইসলামাবাদে আলোচনার জন্য শেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে পাকিস্তানের ডানপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। লাহোরের পূর্বাঞ্চলীয় শহরে সংগঠিত হওয়া এই সংঘর্ষে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। এছাড়া বহু বিক্ষোভকারী এ ঘটনায় আহত হয়েছেন বলেও জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র ও প্রত্যক্ষদর্শী।
পাকিস্তান তেহরিক-ই-লাব্বাইক পার্টির হাজার হাজার কর্মী রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করলে পুলিশের সঙ্গে শুক্রবার (২২ অক্টোবর) তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। দলের শীর্ষ নেতার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করছিলেন তারা।
 
                            
                             
                                                                                                
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন