জিবি নিউজ 24 ডেস্ক //
প্রাতিষ্ঠানিক যৌন হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকায় মার্কিন প্রযুক্তি অ্যাপল তাদের একজন নারী কর্মীকে বরখাস্ত করেছে। যৌন হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে সকলকে সংগঠিত করে নেতৃত্বও দেন তিনি।
চাকরিচ্যুত ওই কর্মীর নাম জেনেকে পারিস। তিনি মার্কিন প্রযুক্তি অ্যাপলের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া যৌন নিপীড়নের বিরুদ্ধে #মিটু আন্দোলনের মতো তিনি “#অ্যাপলটু” আন্দোলন সংগঠিত করেছিলেন।
শুক্রবার (১৫ অক্টোবর) সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে চাকরিচ্যুত হওয়ার খবরটি জানান পারিস।
সম্প্রতি অ্যাপলের সঙ্গে তাদের কর্মীদের সম্পর্কের অবনতি ঘটে আসছিল। কর্মীরা কোম্পানির “ঐতিহ্যবাহী” গোপনীয়তার নীতি ভেঙে বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার হওয়া শুরু করেন। তারা বিভিন্নভাবে বিতর্কিত উপায়ে কর্মী নিয়োগ, মজুরি–অসমতা ও দূরবর্তী অফিসনীতি নিয়ে মুখ খোলেন।
গত আগস্টে অ্যাপলের এক সহকর্মীকে নিয়ে #অ্যাপলটু শুরু করেন পারিস। বর্ণবাদ, যৌনতা, বৈষম্যসংক্রান্ত যেসব বিষয়ে সোচ্চার হতে তিনি সহকর্মীদের আহ্বান জানান।
এ বিষয়ে পারিস সিএনএনকে জানান, এর পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই অনেক সহকর্মীদের কাছ থেকে শত শত অভিযোগ পেতে শুরু করেন তারা। এমনকি এর মধ্যে অফিসের অন্য সহকর্মীদের কাছ থেকে যৌন আচরণ, ধর্ষণ ও আত্মহত্যার মতো আরও কিছু বিষয় নিয়েও অভিযোগ পায় তারা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন