মারা যাওয়ার পরও এমপি হলেন তিনি

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

ইরাকের পার্লামেন্ট নির্বাচনে এমন এক প্রার্থী নির্বাচিত হয়েছেন, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত আগস্টে মারা গেছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে বাগদাদের একটি সংসদীয় আসন থেকে জয়ী হন তিনি। দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বরাদ্দ করা পাঁচটি আসনের মধ্যে একটিতে তার এ জয় আসে। খবর মিডলইস্ট মনিটরের

মারা যাওয়ার পরও নির্বাচনে জয়ী ওই নারীর নাম আনসাম ম্যানুয়েল ইস্কান্দার। তিনি দুই হাজার ৩৯৭টি ভোট পেয়েছেন। দুই মাস আগে মারা যাওয়া ওই নারীকে প্রার্থী তালিকায় রাখা ও তার এই জয়ের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেকে ক্ষোভ ও উষ্মা প্রকাশ করে একে বেআইনি বলে উল্লেখ করেছেন।

 

ইস্কান্দারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবারও। ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ আগস্ট মারা গেছেন। স্ট্যাটাসে সাধারণ মানুষের ক্ষোভ নিয়ে বলা হয়, ইস্কান্দারকে ‘অমর’ করে রাখতেই নির্বাচনে রাখা হয়েছে এবং তাদের বিশ্বাস, তারা যদি তাকে ভোটে না রাখত, তবে তাদের ভোটগুলো বৃথা যেত।

পরিবার থেকে বলা হয়েছে, ইস্কান্দার ভোটারদের মন জয় করতে পেরেছিলেন। তার অবস্থান ছিল মানবতা ও তারুণ্যের পক্ষে। তাই তিনি তার কাঙ্ক্ষিত ফল পেয়েছেন।

গত রোববার ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারদের অংশগ্রহণ ছিল একেবারেই কম; মাত্র ৪১ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের দল। দ্বিতীয় হয়েছে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবোসির তাকাদ্দুম ব্লক। তৃতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিরর স্ট্যাট অব ল।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন