কোন পার্টিতে যোগ দিচ্ছেন ঋতাভরী, উত্তর দিলেন নায়িকা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

একুশের বিধানসভা ভোটের আগেই সরগরম রাজ্য-রাজনীতি। তেমনি টালি পাড়াতেও চলছে রাজনীতিতে যোগদান এবং দলবদলের পালা। এরই মাঝে রাজনীতিতে যোগদানের জল্পনাকে উস্কে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

ইতিমধ্যেই টালি পাড়া থেকে গেরুয়া শিবিরে যোগদান করেছে হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পায়েল সরকার, মিঠুন চক্রবর্তী, যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, বনি সেনগুপ্ত এবং শ্রাবন্তি চট্টোপাধ্যায় প্রমুখ।

 

অন্যদিকে, তৃণমূলে যোগদান করেছে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, জুন মালিয়া, মানালি দে, সায়ন্তিকা, কৌশানিসহ অন্যান্যরা। এই পরিস্থিতিতে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী কোন ফুলে ঝাঁপাবেন এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরগাীদের মনে।

রাজনীতিতে যোগ সম্পর্কে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি মজাদার ভিডিও পোস্ট করেন ঋতাভরী। সেখানেই খানিকটা ব্যাঙ্গ করেই তাকে বলতে শোনা যায়, ‘ঘোষণা, ঘোষণা, ঘোষণা, ঘোষণা। ঘষিনি, ঘষছি না, ঘষবো না’।

ভিডিওর ক্যাপশনে তিনি জানিয়েছেন, একমাত্র ভ্যাকসিন পার্টিতেই আমি যোগ দিতে চলেছি’। পাশাপাশি এও জানিয়েছেন, ভোট দিতে ভুলবেন না।

নিতান্তই মজার ছলে ভিডিওটি পোস্ট করেছেন তিনি তা বোঝাই যাচ্ছে।

২০০৯ সালে ‘ওগো বধূ সুন্দরী’ টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পথ চলা শুরু করেন ঋতাভরী। এরপর একাধিক টালিউড ও বলিউড সিনেমা, শর্ট ফিল্ম, গানের অ্যালবামে দেখা গেছে ঋতাভরীর মুখ। পাশাপাশি নিজের গলায় গানও করেছেন অভিনেত্রী, মুক্তি পেয়েছে তার সিঙ্গেলস।

বক্স অফিসে নায়িকার শেষ ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ প্রশংসা কুড়িয়েছে। ফিল্ম ফেস্টিভ্যাল গুলিতেও ভালো সাড়া ফেলেছে মহিলা পুরোহিতের কাহিনি নির্ভর এই ছবি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন