বাংলাদেশী ফর জোহরান কমিটি গঠন

gbn

 হাকিকুল ইসলাম খোকন, 

গত ২৬ জুলাই,শনিবার,নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে নিউইয়র্ক  সিটির বিভিন্ন বোরোর্ বাংলাদেশিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় যার নাম  বাংলাদেশী ফর জোহরান ।(Bangladeshis for ZOHRAN)
কমিটির স্লোগান: ভোট ফর জোহরান,ভোট ফর আমাদের ভবিষ্যৎ ।(Vote for Zohran, vote for our future)
প্রাথমিকভাবে এই কমিটিতে ৪০জন  বাংলাদেশীর সমন্বয় করা হয়
বিভিন্ন বোরোর্ লিডারদের নিয়ে পরবর্তীতে এই কমিটি আরো বড় আকার ধারণ করবে এবং প্রতিটি বোরোতে একটি করে উপকমিটি গঠন করা হবে।
কমিটি করার মূল ভীষণ হল  নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী ভোটারদেরকে ভোট দিতে উৎসাহিত করা এবং বর্তমান পরিস্থিতিতে  বাংলাদেশীদের সামনে যে মেয়র প্রার্থী আছে যিনি প্রান্তিক মানুষের কথা বলে তাকে যে কোনোভাবে জেতানো এবং সেই সাথে বাংলাদেশী কমিউনিটিকে মূলধারায় পলিটিক্স এর সাথে  সংযুক্ত করা

 


।এই কমিউনিটির আরেকটি উদ্দেশ্য হলো বাংলাদেশি  ভোট মেটাস(Vote Matters )এই মেসেজটি বাংলাদেশীদের মূলধারায় পলিটিক্সে পাঠিয়ে দেওয়া যাতে পরবর্তীতে যেকোনো নির্বাচনের আগে চিন্তা করে যে বাংলাদেশী একটা ভোট ব্যাংক আছে ।
বর্তমান মেয়র  নির্বাচনকে কেন্দ্র করে প্রাইমারি এবং জেনারেল  নির্বাচন এ বাংলাদেশীদের মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত প্রভাব পড়েছে তাতে আমাদের নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়ে মূলধারায়  রাজনীতিতে  যাওয়ার জন্য উদ্বুদ্ধ বলেআমরা মনে করি এবং তা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি মাইলফলক তৈরি করবে বলে বিশ্বাস করি এমন বক্তব্য রাখেন সভায় ।এই কমিটি গঠনের উদ্যোক্তা কমিউনিটি   এক্টিভিষট ইঞ্জিনিয়ার  আবদুস সোবহান এবং তার সাথে সার্বিকভাবে এবং সার্বক্ষণিক সহযোগিতায় অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই কমিটি তৈরি করতে সবচেয়ে বেশি যে সহযোগিতা করেছেন বর্তমান সময়ের নতুন প্রজন্মের একজন  এক্টিভিষট জামাইকার  ফখরুল ইসলাম দেলওয়ার ।পরবর্তীতে এই কমিটিতে সমাজের আরো বিভিন্ন ব্যক্তিবর্গকে সমন্বয় করা হবে
।বিভিন্ন এলাকাগুলিতে আরো সাব কমিটি করে এবং মূল কমিটির সাথে সাব কমিটির একসাথে একযোগে কাজ করবে বলে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ ।
এই কমিটির সাথে ইয়ুথ ডেভেলপমেন্ট টিমের একজন  তরুন সমন্বয়ক আছেন যার প্রায় তার ৭০ হাজার  শিক্ষার্থী ভিউয়ার আছেন যারা বিভিন্ন স্কুল-কলেজের সাথে যুক্ত ।এই কমিটিতে আহ্বায়ক হলেন শাহ নেওয়াজ,
মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান,প্রধান সমন্বয়ক ফখরুল ইসলাম দেলোয়ার, চ‍েয়ার অ্যাটনি মঈন চৌধুরী,কো-চেয়ার আরমান চৌধুরী,প্রধান উপদেষ্টা মাপ মেজবাউদ্দিন,
কোভিদ চৌধুরী,
সিনিয়র  উপদেষ্টা গিয়াস আহমেদ,কো-কনভেনর কাজী ফৌজিয়া, কাজী আজম, কবির চৌধুরী, আহসান হাবীব, বেলাল চৌধুরী, ড সিদ্দিকুর রহমান ,উপদেষ্টা আব্দুর রহিম হাওলাদার, তরিকুর রহমান, এফ এম জামান, ফিরোজ আহমেদ, সুমসুল ইসলাম, রাশেক মালিক, ফকরুল আলম, মাজেদা উদ্দিন, আমিনুল ইসলাম, জোহর চৌধুরী, তারেকুর রহমান, আফতাব মান্নান. মাওলানা আবুল হাশেম, মোহাম্মদ করিম চৌধুরী, সমন্বয়ক এমডি আলাউদ্দিন, তরিকুল হোসাইন বাদল, মামুন ইসলাম, আনোয়ার খান,এনায়েত মুন্সী, নওশাদ হায়দার, জিল্লুর রহমান, এনামুল হক, এমডি জাবেদ উদ্দিন, খাইরুল ইসলাম খোকন, মেসা আবেদীন , সিরাজি
,যুগ্ম সদস‍্য সচিব যে মোল্লা সানি, রাসেল নাসের,মিডিয়া অ্যাফেয়ার্স: প্রিসিলা ফাতেমা,যুব সমন্বয়কঃ ফারহান আব্দুর রহমান,
 সংগঠনের লক্ষ‍্য হিসেবে সভায় বলা হয় 
যখন আমরা একটি সাধারণ লক্ষ্যের পিছনে ঐক্যবদ্ধ হই, তখন আমাদের উপেক্ষা করা যায় না। আমরা এমন একটি কমিটি যারা অগ্রগতিতে বিশ্বাসী, নেতৃত্ব যেই দিক না কেন - যতক্ষণ না তারা আমাদের জন্য লড়াই করতে প্রস্তুত থাকে।
 
এই কারণেই আমরা জোহরান মামদানিকে সমর্থন করি — এমন একজন নেতা যিনি শোনেন, নতুন ধারণার জন্য উন্মুক্ত এবং যিনি ধারাবাহিকভাবে আমাদের প্রয়োজনীয় পরিবর্তনের জন্য এগিয়ে এসেছেন। সম্প্রদায়ের প্রবীণ এবং উজ্জীবিত তরুণ উভয়ের সমর্থনে, আমাদের এমন একজনকে নির্বাচিত করার সুযোগ রয়েছে যিনি কেবল আমাদের কথা শোনেন না বরং তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেন।
 
আসুন কথা বলি। আসুন সংগঠিত হই। আসুন এমন কাউকে ভোট দেই যিনি আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।
Vote Zohran. Vote for our future
জোহরানকে ভোট দিন। আমাদের ভবিষ্যতের জন্য ভোট দিন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন