বিশেষ প্রতিনিধি || লণ্ডন ||
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে -বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশীরা যার যার অবস্থান থেকে অনেক অবদান রেখেছেন।এ জন্য প্রত্যেক প্রবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি ।জুলাই বিপ্লব কোন একক দল বা গোষ্ঠীর নয় ।এটা সবার বিজয় ।এ বিজয় ও সুযোগকে কাজে লাগাতে হবে ।
গত ৬ই আগষ্ট বুধবার রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকে কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন ।পূর্ব লণ্ডনের ম্যানর পার্কের রয়েল রিজেন্সী হলে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠণের সভাপতি সোহেল আহমদ সাদিক এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক আবিদ রাজা ও এমাদুর রহমান এমাদ ।
জনাব তারেক রহমান তাঁর বক্তব্যে -আগামীতে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকারকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান ।তিনি এই স্মরণ সভা আয়োজনের জন্য পরিবারের পক্ষ থেকে উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং মরহুম মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করেন ।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন -বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেন এমবিই ,ব্যারিষ্টার নাজির আহমদ ,বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খোন্দকার এমবিই ,কে এম আবুতাহের চৌধুরী ,ব্যারিষ্টার আব্দুস সালাম ,যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক ও সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ ।পবিত্র কুরআন থেকে তেলাওত করেন ক্বারী শায়েখ মানসুর আহমদ ।ইসলামী আলোচনা পেশ করেন মাওলানা হাবিবুর রহমান ।
বক্তারা -মরহুম মাহবুব খানের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও রুহের মাগফিরাত কামনা করেন ।
বক্তারা -প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ।বিশেষ করে বিএনপি ক্ষমতায় গেলে ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালু ও ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রুপান্তরিত করার জোরালো দাবী জানান ।
সভায় সংগঠণের পক্ষে আরো বক্তব্য্ রাখেন -আব্দুল মুকিত ,আমিনুর আকরাম ,কামাল উদ্দিন ,খালেদ চৌধুরী ,শাহাজান হোসেন সেনাজ প্রমুখ ।
সভায় মরহুম মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ।মোনাজাত পরিচালনা করেন -মাওলানা হাবিবুর রহমান ।
সভায় প্রায় এক হাজার লোক উপস্থিত ছিলেন ।সকলের মাঝে শিরনী বিতরন করা হয় ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন