হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে ৩ বাংলাদেশি জয়ী -চূড়ান্ত নির্বাচন ৪ নভেম্বর

gbn

হাকিকুল ইসলাম খোকন, 
যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য মিশিগানের হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে তিন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন ।
মেয়র পদে মুহিত মাহমুদ এবং কাউন্সিলম্যান পদে আবু মুসা ও নাইম চৌধুরী প্রাইমারি নির্বাচনে জয়ী হন।
নির্বাচনটি অনুষ্ঠিত হয় গত ৫ আগস্ট, যেখানে হ্যামট্রামিকবাসী তাদের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে প্রাথমিক রায় দেন। মেয়র প্রার্থী মুহিত মাহমুদ ১,০৩৯ ভোট পেয়ে জয়লাভ করেন। যদিও তার প্রতিদ্বন্দ্বী এডাম আল হারভি পেয়েছেন ১,৯৩১ ভোট।
এছাড়া মেয়র পদে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে খান হোসাইন ৪৭০ ভোট ও মিস্টার বাংলাদেশ পেয়েছেন ১০২ ভোট।
কাউন্সিলম্যান পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন আবু মুসা, যিনি পেয়েছেন ১,১২৯ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশি প্রার্থী নাইম চৌধুরী, তার প্রাপ্ত ভোট ১,০৫৩।
আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে হ্যামট্রামিক সিটির চূড়ান্ত নির্বাচন। সেখানে বিজয়ী প্রার্থীরা সাধারণ নির্বাচনের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। এই নির্বাচন নিয়ে কমিউনিটির প্রত্যাশা এখন আরও বেশি।
 
এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইউসুফ সাঈদ পেয়েছেন ৯০৯ ভোট, মোতাহার ফাদেল ৯০০, আব্দুল মালিক কাসেম ৮১৪, লুকমান সালেহ ৮১২, ডিয়ানি এলিজাবেদ ফ্রাকন ৭৫১, জোসেফ এ স্ট্রাজাল্কা ৭২৩, রেজাউল চৌধুরী ৬৫৪, রাস গর্ডন ৬৩৫, খালিদ আল কাসিমী ৪০৭ এবং মাহফুজুর রহমান পেয়েছেন ২২৩ ভোট।
নির্বাচন ঘিরে হ্যামট্রামিকের বাংলাদেশি কমিউনিটিতে ছিল উৎসাহ ও উদ্দীপনা। স্থানীয় সামাজিক সংগঠনগুলো নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নেয় এবং প্রার্থীদের জন্য সমর্থন আদায়ে কাজ করে। প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে এই বিজয় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কমিউনিটির অনেকেই মনে করেন, এই বিজয়ের মাধ্যমে প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন