অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি

gbn

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এত দিন এ বিষয়ে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন। বারাক ওবামা বলেছেন, কিছু সময়ের জন্য তাদের সম্পর্কে ‘টাচ অ্যান্ড গো’ ছিল। তবে স্ত্রী মিশেল ওবামা স্পষ্ট করে বলেছেন, আমার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির কথা কখনো ভাবিনি। এক পডকাস্টে অংশ নিয়ে তারা এ কথা বলেন।

হাসতে হাসতে বারাক বলেন, সে আমাকে ফেরত এনেছে! এবং যোগ করেন, হ্যাঁ, কিছুটা সময় কঠিন ছিল।

 

মিশেল ওবামা জোরালোভাবে বিচ্ছেদের গুজব অস্বীকার করে বলেন, আমাদের বিবাহিত জীবনের একটাও মুহূর্ত আসেনি যখন আমি ভেবেছি আমার স্বামীকে ছেড়ে দেবো। আমাদের জীবনে খুব কঠিন সময়ও গেছে, আবার অনেক মজার সময় ও অনেক দুঃসাহসিক অভিজ্ঞতাও হয়েছে।

 

এই গুজবগুলো আরও জোরালো হয় যখন মিশেল ওবামা একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন, যেমন ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এবং সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্য।

মিশেলের ভাই ক্রেইগ রবিনসন (পডকাস্টের সহ-উপস্থাপক) বলেন, তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে।

উত্তরে মিশেল বলেন, হ্যাঁ, কারণ আমরা একসঙ্গে না থাকলেই মানুষ ভাবে আমরা ডিভোর্স করে ফেলেছি।

 

১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বারাক ও মিশেল ওবামা। তাদের দুই কন্যা মালিয়া এবং সাশা।

সম্প্রতি মিশেল বলেন, আমরা এখন ষাটের ঘরে। সবাই চায় আমরা যেন প্রতি মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করি। কিন্তু আমরা সেটা করি না বলে আমাদের বিয়ে ভেঙে যাচ্ছে– এ ধরনের গুজব ছড়ায়।

হাস্যরস করে তিনি আরও বলেন, আমি খুশি যে বারাকের সঙ্গে আমার কোনো ছেলে হয়নি। কারণ সে আরেকটা ‘বারাক’ হয়ে যেতো।

 

এভাবেই প্রথমবারের মতো গুজবের জবাব দিয়ে ওবামা দম্পতি তাদের সম্পর্কের দৃঢ়তা আবারও প্রমাণ করলেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন