বিতর্কিত অনুষ্ঠান প্রচার বিটিভির ২ কর্মকর্তাকে বরখাস্ত, ২ জনকে শোকজ

gbn

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি বিতর্কিত অনুষ্ঠান প্রচার সংশ্লিষ্ট দুইজন কর্মকর্তাকে বরখাস্ত এবং দুইজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বিটিভির ঢাকা কেন্দ্রের প্রযোজক (গ্রেড-১) মো. নাসির উদ্দিন ও কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার (চলতি দায়িত্বে) সাহরিয়ার মোহাম্মদ হাসানকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিটিভির সদর দপ্তরের পরিচালক (বার্তা) নুরুল আজম (অতিরিক্ত দায়িত্ব- ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার) ও অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

রোববার (১৩ জুলাই) এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দুজনকে বরখাস্ত করে দুটি প্রজ্ঞাপন এবং দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৭ জুন রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে ‘জনতার সামনে’ নামে একটি অনুষ্ঠান প্রচারিত হয়েছে। ওই অনুষ্ঠানে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয় উপস্থাপন করায় সরকার তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

 

প্রযোজক নাসির উদ্দিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এবং অনুষ্ঠানটি প্রচার উপযোগী বলে প্রত্যয়ন করেছেন। অন্যদিকে মোহাম্মদ হাসান অনুষ্ঠানটি প্রচারের আগে প্রিভিউ করেছেন এবং কোনো মতামত ছাড়াই প্রচারের জন্য পাঠিয়েছেন।

তাদের এ কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (ক) অনুযায়ী অদক্ষতা এবং ৩(খ) অনুযায়ী অসদাচরণের সামিল যা শাস্তিযোগ্য অপরাধ। এ পরিপ্রেক্ষিতে ওই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী নাসির উদ্দিন ও মোহাম্মদ হাসানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অন্যদিকে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হিসেবে বিটিভিতে নির্মিত সকল অনুষ্ঠান নুরুল আজমের অনুমোদনক্রমে প্রচারিত হয়ে থাকে। ওই অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে দৈনিক অনুষ্ঠান সূচিতে অনুষ্ঠান নির্বাহী হিসেবে মাহবুবা ফেরদৌসের অনুমোদন রয়েছে।

 

তাই প্রচারিত অনুষ্ঠানে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয়ে উপস্থাপন করায় সরকার তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যার দায়-দায়িত্ব নুরুল আজম ও মাহবুবা ফেরদৌসের ওপর বর্তায় বলে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

 

 

এজন্য এমন দায়িত্বহীন কার্যকলাপের জন্য সরকার তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা আগামী তিন কার্যদিবসের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানোর জন্য বলা হয় কারণ দর্শানোর নোটিশে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন