কমেডিয়ান রোজি’র নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

gbn

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাম্প্রতিক প্রাণঘাতী বন্যার পর দুর্যোগ পূর্বাভাস ও আবহাওয়া সংস্থার ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মার্কিন কমেডিয়ান ও জনপ্রিয় টক শো উপস্থাপক রোজি ও’ডোনেল। এর জবাবে রোজির মার্কিন নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

​​​​​​​

ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, রোজি ও’ডোনেল আমাদের মহান দেশের জন্য উপযুক্ত নন। তার নাগরিকত্ব বাতিলের বিষয়টি আমি গুরুত্ব সহকারে বিবেচনা করছি।

ট্রাম্প আরও বলেন, তিনি (রোজি) মানবজাতির জন্য হুমকি। যদি আয়ারল্যান্ড তাকে চায়, তাহলে তিনি সেখানেই থাকুন। ঈশ্বর আমেরিকাকে রক্ষা করুন!

রোজি ও’ডোনেল নিউইয়র্কে জন্মগ্রহণ করেছেন, ফলে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে তার নাগরিকত্ব বাতিলের এখতিয়ার মার্কিন প্রেসিডেন্টের নেই।

 

ট্রাম্প ও রোজির মধ্যে প্রকাশ্য বিরোধ দীর্ঘদিনের। তবে এবারের উত্তেজনার সূত্রপাত টেক্সাসের ভয়াবহ বন্যাকে কেন্দ্র করে। গত ৪ জুলাইয়ের ওই দুর্যোগে ১১৯ জন মানুষ প্রাণ হারান।

এ ঘটনার পর রোজি একটি টিকটক ভিডিওতে শোক প্রকাশ করে বলেন, যথাযথ পূর্বাভাসের অভাবে আরও বহু জীবন ঝরে গেছে। এর জন্য দায়ী আবহাওয়া ও দুর্যোগ পূর্বাভাস সংস্থাগুলোর বাজেট কাটছাঁট ও ট্রাম্প প্রশাসনের অবহেলা।

তিনি আরও বলেন, টেক্সাসের বাসিন্দাদের আরও আগে সতর্ক করা যেত, কিন্তু প্রশাসনের ব্যর্থতায় তা সম্ভব হয়নি।

 

দুর্যোগ পরবর্তী সময় ট্রাম্প টেক্সাস সফরে গিয়ে দাবি করেন, আমার প্রশাসন পরিস্থিতি অনুযায়ী চমৎকারভাবে কাজ করেছে।

এদিকে, ট্রাম্পের নাগরিকত্ব বাতিলের হুমকির পর ইনস্টাগ্রামে তীব্র প্রতিক্রিয়া জানান রোজি ও’ডোনেল। তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সবসময়ই আমাকে অপছন্দ করেন, কারণ আমি জানি তিনি কে- একজন প্রতারক, যৌন হয়রানিকারী, মিথ্যাবাদী, যিনি গোটা জাতিকে ক্ষতি করে নিজের স্বার্থসাধনে ব্যস্ত।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ নয়, বরং তা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামো ও নাগরিক অধিকার নিয়েও প্রশ্ন তোলে। কারণ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী কোনো নাগরিকের নাগরিকত্ব প্রেসিডেন্টের ইচ্ছায় বাতিল করার কোনো আইনগত সুযোগ নেই।

 

ট্রাম্প এর আগেও অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলেছেন। তবে সম্প্রতি এমন ইঙ্গিতও দিয়েছেন যে, যারা তার মতের বিরোধিতা করবে, তাদের ক্ষেত্রেও নাগরিকত্ব বাতিলের বিষয়টি বিবেচনায় আসতে পারে।

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন