বিশ্বরেকর্ড গড়ল ‘স্কুইড গেম ৩’, ১ দিনেই ৯৩ দেশের শীর্ষে

gbn

বিশ্বজুড়ে আবারও ইতিহাস গড়ল কোরিয়ান সুপারহিট সিরিজ ‘স্কুইড গেম’। ২৭ জুন ওটিটিতে মুক্তি পাওয়া ‘স্কুইড গেম সিজন ৩’ মাত্র একদিনেই নেটফ্লিক্সের সেরা টিভি সিরিজের তালিকায় ৯৩টি দেশে এক নম্বর অবস্থান দখল করেছে। লি জং জে ও লি বিয়ং হুন অভিনীত এই সাসপেন্স-থ্রিলার কোরিয়ান সিরিজটির জন্য এটি এক অনন্য মাইলফলক।

এত দ্রুত এত দেশে শীর্ষস্থান দখল করার ঘটনা কোরিয়ান সিরিজের ক্ষেত্রে আগে কখনও ঘটেনি।

 

২৮ জুন নেটফ্লিক্সের সর্বাধিক দেখা সিরিজ হয়ে ওঠে ‘স্কুইড গেম ৩’। ফ্লিক্সপ্যাট্রল-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির ঠিক এক দিন পরই এটি ইংরেজি ও অ-ইংরেজি—উভয় ভাষার সিরিজকে পিছনে ফেলে গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে। ২৯ জুনও সিরিজটি প্রথম স্থানে ছিল।

এই অনন্য কীর্তির মাধ্যমে ‘স্কুইড গেম ৩’ শুধু নিজের আগের সিজনকেই ছাড়িয়ে গেছে নয়, বরং কে-ড্রামা ইতিহাসে তৈরি করেছে সর্বোচ্চ ও দ্রুততম বৈশ্বিক আধিপত্যের নজির। যেখানে ‘স্কুইড গেম ২’ মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ৮০টি দেশে শীর্ষে উঠেছিল, সেখানে এবার সেই সংখ্যাটা পৌঁছেছে ৯৩-এ। সিজন ১ যদিও এক নম্বরে যেতে এক সপ্তাহ নিয়েছিল, কিন্তু এক মাস ধরে সেই অবস্থান ধরে রাখার কৃতিত্ব ছিল তার।

 

মুক্তির আগে থেকেই ব্যাপক আলোচনায় ছিল এই চূড়ান্ত মৌসুম। সোশ্যাল মিডিয়ায় ‘স্কুইড গেম ৩’, ‘লি জং জে’, ‘ফ্রন্ট ম্যান’ ইত্যাদি শব্দ নিয়ে শুরু হয় ট্রেন্ডিং, যা ছড়িয়ে পড়ে টিকটক, এক্স (সাবেক টুইটার) ও গুগল ট্রেন্ডসজুড়ে।

যদিও কিছু দৃশ্য ও সমাপ্তি নিয়ে দর্শকদের মতভেদ ছিল, তবু সিরিজটির জনপ্রিয়তা অটুট থেকেছে। IMDb-তে এটি পেয়েছে ৮.০/১০ এবং রটেন টমেটোজে ৮৩% অ্যাপ্রুভাল রেটিং। বিশেষ করে এশিয়ার ভক্তরা দারুণ উন্মাদনায় ভেসেছেন। মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য রিভিউ ও মিম।

এই সফলতার ঢেউয়ে ভাসতে ভাসতেই ঘোষণা এসেছে ‘স্কুইড গেম’-এর একটি আমেরিকান ভার্সন নির্মিত হচ্ছে। সেটি এই কোরিয়ান সিরিজটিকে নিয়ে যাবে আরও বড় আন্তর্জাতিক মঞ্চে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন