অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন নুসরাত ফারিয়া

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

৭ বছর চুটিয়ে প্রেম করে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে গেল মার্চ মাসেই আংটি বদল করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের খবরটি নিজেই জানিয়েছিলেন। হবু বরের সঙ্গে তোলা আংটিসহ হাতের ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন।

তবে এবার নুসরাত ভক্তরা নতুন খবরে নিশ্চিতভাবেই মন খারাপ করবেন। অনেকদিন ধরে পর্দার আড়ালে থাকা নুসরাত ফারিয়া এবার দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন।

 

ভারতীয় শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে জনপ্রিয় এই অভিনেত্রী ও উপস্থাপিকাকে নিয়ে এমন খবর প্রকাশ করা হয়েছে।

এদিকে আসছে ডিসেম্বরেই রনি রিয়াদের সঙ্গে নুসরাত ফারিয়ার বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে। জানা গেছে, বিয়ের পরই অস্ট্রেলিয়ায় স্থায়ী হবেন নুসরাত।

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, ‘পরিকল্পনা রয়েছে, ডিসেম্বরের শেষ দিকে বিয়ে করার। আশা করি, সেসময় করোনা পরিস্থিতি ভালো হয়ে উঠবে। আমরা তার পরে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার কথা ভাবছি।’

অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার বিষয়ে ইঙ্গিত দিলেও শোবিজ অঙ্গনে কাজ চালিয়ে যাবেন কিনা, সে বিষয়ে কিছু জানান হালের এই আবেদনময়ী অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে নুসরাত ফারিয়ার। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘শাহেনশাহ’ মুক্তি পায় গত মার্চে। বর্তমানে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’সহ মোট ৫টি সিনেমায় রয়েছে তার হাতে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন