মাদ্রিদে বসবাসরত নরসিংদী প্রবাসীদের নিয়ে এক মিলন মেলা আয়োজন

প্রবাসে ঈদের আনন্দএর রেশ শেষ হয়েও যেন শেষ হচ্ছিলনা নরসিংদী জেলা বাসির ।নরসিংদি ওয়েল ফেয়ার সোসাইটি এসোসিয়েশন ইন স্পেন গত ১৫ আক্টোবর ঈদ পূর্ণমিলনী ও মাদ্রিদে বসবাসরত নরসিংদী প্রবাসীদের নিয়ে এক মিলন মেলা আয়োজন করে।