Bangla Newspaper

ফকিরহাটে পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়ার্ড সভা

30

 ফকিরহাট প্রতিনিধি//

বাগেরহাটের ফকিরহাটে জনঅংশীদারিত্বে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল ৪টায় টাউন-নওয়াপাড়া চামারিয়া কালি মন্দির প্রাঙ্গনে ১নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউনিয়ন চেয়ারম্যান খান শামিম জামান পলাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি সুবির কুমার মিত্র। স্থানীয় ইউপি সদস্য শেখ মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগ সভাপতি রাহাত খান তরিকুলের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোড়ল সিরাজুল ইসলাম, ইউপি সচিব শরিফুদ্দৌলা পলাশ, ইউপি সদস্য আঃ খালেক, উদ্যোক্তা মৌসুমী আক্তার, মহিলা সদস্য সাজেদা বেগম, সাবেক ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান, শ্রমিকলীগের সভাপতি শেখ অপিরুদ্দিন অপি, যুবলীগ নেতা জয়দেব কুমার দে ও গৌর চন্দ্র দাশ প্রমূখ। এসময় অসংখ্য নারী পুরুষ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ###

Comments
Loading...