ইদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৬ জুন যেসব যাত্রী ভ্রমণ করতে চান তাদের আগামীকাল মঙ্গলবার (২৭ মে) টিকিট কিনতে হবে। একই সঙ্গে ঈদে বাড়ি ফেরার অগ্রিম টিকিট বিক্রিও শেষ হবে এই দিন।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদ পরবর্তী ফেরত যাত্রার টিকিট ৩০ মে থেকে বিক্রি শুরু হবে। সেদিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে।
এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন