গাইবান্ধায় ২ জুয়ারু আটক ভ্রাম্যমান আদালতে জেল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ শনিবার বিকালে গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম সদর থানাধীন ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের বৈশাখী ভিটা এলাকা হইতে অভিযান চালিয়ে (০২) জন জুয়ারু ১। ফারুক ইসলাম (১৮)পিতা মোঃজলিল সাং রামচন্দ্রপুর ২। তানভীর রহমান স্বরন (২২) পিতাঃ জিয়াউর রহমান জুনু সাং পার্বতীপুর সর্ব থানা ও জেলাঃগাইবান্ধাদের কে খেলারত অবস্থায় আটক করে। পরবর্তীতে আসামীদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জনাব বীর আমির হামজা আসামীদের অর্থদন্ড প্রদান করেন।