গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে জেল হত্যা দিবস পালিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা //
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে জেল হত্যা দিবস উপলক্ষে এক সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় সামনে মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল ওয়াহেদ আকন্দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। অন্যান্যাদের মধে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ জিয়াউল হক জিয়া, আব্দুল ওয়াহেদ, যুবলীগ সভাপতি আব্দুল মান্নান সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসান কিবরিয়া ফুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব খান লেবু প্রমুখ। পরে একটি বিশাল শোক র্যালি মহিমাগঞ্জ বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।