আমি পরীর যোগ্য-গায়ক শেখ সাদী

gbn

গায়ক শেখ সাদী ইতিমধ্যে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। চিত্রনায়িকা পরীমনির জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি। পরীর সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ওঠে। তবে দুজনেই তা অস্বীকার করেন।

এবার সাদী সামাজিক মাধ্যমে ‘পরী’ সম্পর্কিত এক পোস্ট দিয়ে ফের আলোচনায় এসেছেন।  

 


 

গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে সাদা পোশাকে নিজের তিনটি ছবি ফেসবুকে আপলোড করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যা বাংলা করলে অর্থ হয়- ‘মেয়েদের আর ভালো লাগে না।

আমি পরীর যোগ্য’।

 


 

সাদীর ওই পোস্টে নায়িকা পরীমনি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ‘ওহ!’

এদিকে সাদীর এমন পোস্টে ভক্তরাও মন্তব্যের ঘরে লিখেছেন নানা মন্তব্য। একজন লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘বাঙালির সন্দেহ আজ অবধি কোনোটা ভুল হয়নি এটাও হবে না।

’ শিফা নামের একজন লেখেন- ‘আগেই ধারণা করসিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!’

 


 

অন্যদিকে, দুদিন আগে পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন, ‘মোগো বাড়ি বরিশাল! বোজ্জো মনু।’ গতকাল রবিবারও কয়েকটি পোস্ট দেন পরী মনি। এর মধ্যে সর্বেশষ পোস্টে চাঁদের সঙ্গে তোলা একটি ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে লেখেন- ‘আমার চাঁদ।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন