শঙ্খ বাজিয়ে সমালোচনায়, ভিডিও ডিলেট করলেন ঋতুপর্ণা

gbn

কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে তোলপাড় গোটা ভারত। গত ৮ আগস্ট দিবাগত রাতে আরজি কর মেডিক্যালে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সব শ্রেণি-পেশার মানুষ। সরব হয়েছেন টলিউডের তারকারাও।

রাস্তায় যেমন নেমে এসেছেন অধিকাংশ তারকা, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অব্যাহত রেখেছেন প্রতিবাদ। তবে প্রতিবাদ জানাতে গিয়ে সমালোচনার মুখে পড়তে হলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

 

১৫ আগস্ট সকালে একটি ভিডিও শেয়ার করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যেখানে তাকে শঙ্খ (শাঁখ) বাজাতে দেখা যায়।

এভাবেই আরজি কর ধর্ষণকাণ্ডের প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি। তবে সেই ভিডিও নিয়ে এখন চারদিকে ব্যঙ্গ-বিদ্রুপে ভাসছেন ঋতুপর্ণা। শুধু সাধারণ মানুষই নয়, একাধিক তারকাও ঋতুপর্ণার এই ভিডিও নিয়ে খুলেছেন। রীতিমতো বিতর্ক এড়াতে শেষ পর্যন্ত  সেই ভিডিওটি সরিয়ে ফেলেছেন অভিনেত্রী।

 

ভিডিওটি পোস্ট করার পর অভিনেত্রীকে আক্রমণ করে একের পর এক মন্তব্য আসতে থাকে। একজন লিখেছেন, ‘এটা জল শঙ্খ রে পাগলি, এটা ফুঁ দিয়ে ফুটো করে দিলেও আওয়াজ হবে না। ইতি পোসেনজিত।’ অন্য একজন লিখেছেন, ‘প্রথমত, আপনার শঙ্খ পরে বাজছে আর মিউজিকটা একটু আগে স্টার্ট হয়েছে। দ্বিতীয়ত, দিদিভাই ওটা চোষে না।

আপনার ক্যালসিয়াম দরকার হলে ট্যাবলেট খান। আর তৃতীয়ত, শঙ্খ বাজালে মুখটা আই মিন গালগুলো ফুলে যায়, চুপসে যায় না। দিদি এটা খুব সেনসিটিভ ইস্যু একজন নারী হিসেবে এটা আপনার ভাবা উচিত।’ এমন অসংখ্য বিদ্রুপমূলক মন্তব্য আসতে শুরু করে সেই পোস্টে। শেষ পর্যন্ত পোস্টটি ডিলেট করতে বাধ্য হন ঋতুপর্ণা।

 

তবে শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ট্রলের শিকার হয়েছেন রচনা ব্যানার্জিও। বাংলার ‘দিদি নম্বর ১’ অভিনেত্রী রচনা একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে তাকে কেঁদে ফেলতে দেখা যায়। আর এই কান্নাকেই ‘নাটক’ আখ্যা দিয়েছে একাংশ। এমনকি রচনার কান্না নিয়ে ট্রল করেছেন সাহানা বাজপেয়ী, শ্রীলেখা মিত্রও!

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন