‘ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে পিছিয়ে এলে আল্লাহর গজব নেমে আসবে।’ এমন মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইসরায়েল বিষয়ে যেকোনো ধরনের পশ্চাদপসরণ বা সমঝোতার বিরুদ্ধে এমন কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত মাসে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়েছে। এর মধ্যেই এমন কড়া সতর্কতা দিলেন খামেনি।
ইসরায়েলের প্রতি শুধুই শত্রুতা থাকার সমালোচনা করে খামেনি বলেন, এর মাধ্যমে ইরানের ওপর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা পুনর্বিবেচনা করার চাপ তৈরি করা হচ্ছে। সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক যেকোনো বিষয়ে পিছপা হলে ইরানের ওপর আল্লাহর গজব নেমে আসবে।
হানিয়ার মৃত্যুর জন্য ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করেছে। এরপর থেকে ইরান প্রতিক্রিয়া জানানোর সময় এবং মাত্রা নিয়ে চিন্তাভাবনা করছে।
খামেনি বলেন, যারা এই প্রভাবশালী শক্তির কাছে মাথানত করে, তারা যদি নিজেদের জনগণের শক্তিকে গুরুত্ব দেয় এবং প্রতিপক্ষের সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করে, তাহলে তারা এই অত্যাচার থেকে মুক্তি পেতে পারে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানকে দুর্বল করার জন্য মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি প্রচেষ্টার কথা উল্লেখ করে খামেনি শত্রুদের শক্তিকে অতিরঞ্জিত করার প্রবণতার সমালোচনা করেছেন।
যদিও খামেনি উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছেন, ইরান এখনো দ্রুত প্রতিশোধ নেওয়া থেকে বিরত রয়েছে। কিছু বিশ্লেষক এই পদক্ষেপকে কৌশলগত বিরতি হিসেবে দেখছেন। তবুও ইরানের কর্মকর্তারা পশ্চিমা দেশগুলোর সংযমের আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমা দেশগুলোর দ্বিমুখীতার সমালোচনা করে বলেছে, যেসব দেশ গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ দেখতে পায় না, তারা আবার সংযমের কথা বলতে আসে।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির কঠোর অবস্থানকে সমর্থন করেছেন, যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এ অতিরিক্ত উত্তেজনা নিয়ে ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।
অন্যদিকে ইসরায়েল সাফ জানিয়েছে, তেহরান থেকে যেকোনো সরাসরি আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে। ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন ও ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের ওপর ইরানি হামলা বড় সংঘাতের সূত্রপাত করতে পারে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন