বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ) অকার্যকর হয়ে পড়েছে। মানুষ খুন , আগুন সন্ত্রাস , ধন সম্পদ লুন্ঠন , নারীদের উপর হামলা
ও ঘুম এর প্রতিবাদে যুক্তরাজ্য ইউম্যান রাইটস কমিশন এর উদ্দ্যোগে আজ দুপুর ১২ টায় সেন্ট্রাল লন্ডনের ইস্টন
স্ট্রিট এ এক প্রতিবাদ সভা অনুস্ঠিত হয় । এতে উপস্হিত ছিলেন, উক্ত সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সহ সভাপতি জামাল আহমেদ খান, ,,,, প্রমূখ । সভায় বক্তারা বক্তারা বলেন , এই মুহর্তে বাংলাদেশে যা ঘটছে তা কাম্য নয় । এটি বন্ধ করতে হবে নতুবা দেশের সব অর্জন নস্ট হয়ে যাবে । উনারা
এজন্য ব্রিটিশ সরকারকে এ বিষয়ে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান । বক্তারা অভিমত ব্যক্ত করেন , দেশের এই দুঃসময়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিকল্প নেই । সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী জানান , দেশের এই সংকটের উত্তরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।আব্দুল আহাদ চৌধুরী সভাপতি হিউম্যান রাইট ইউ কে জামাল আহমদ খান সহ-সভাপতি হিউম্যান রাইটস ইউকে মামুন চৌধুরী আহমদ আহসান কাজী মাসুম এম. এ সালাম রাজিবুল হক বাদশা
হিউম্যান রাইটস যুক্তরাজ্য প্রতিনিধি টমিউডের কাছে ফুটেজ সহ স্মারকলিপি হস্তান্তর করা হয়
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন