বাংলাদেশে মানুষ  খুন ও সম্পদ লুঠের  বিরুদ্ধে যুক্তরাজ্য ইউম্যান রাইটস কমিশন এর প্রতিবাদ সভা অনুস্ঠিত 

বাংলাদেশের  আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ) অকার্যকর হয়ে পড়েছে। মানুষ খুন , আগুন  সন্ত্রাস   , ধন সম্পদ  লুন্ঠন ,  নারীদের   উপর হামলা
ও ঘুম এর প্রতিবাদে যুক্তরাজ্য ইউম্যান রাইটস কমিশন এর উদ্দ্যোগে  আজ দুপুর ১২ টায় সেন্ট্রাল লন্ডনের ইস্টন 
স্ট্রিট এ এক প্রতিবাদ সভা অনুস্ঠিত হয় । এতে উপস্হিত ছিলেন, উক্ত সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী,  সহ সভাপতি জামাল আহমেদ  খান, ,,,, প্রমূখ । সভায় বক্তারা বক্তারা বলেন , এই মুহর্তে বাংলাদেশে যা ঘটছে তা কাম্য নয় । এটি বন্ধ করতে হবে নতুবা দেশের সব অর্জন নস্ট হয়ে যাবে । উনারা 
এজন্য ব্রিটিশ সরকারকে এ বিষয়ে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান । বক্তারা অভিমত ব্যক্ত করেন , দেশের এই দুঃসময়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিকল্প নেই । সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী জানান ,  দেশের এই সংকটের  উত্তরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।আব্দুল আহাদ চৌধুরী সভাপতি হিউম্যান রাইট ইউ কে জামাল আহমদ খান  সহ-সভাপতি হিউম্যান রাইটস ইউকে মামুন চৌধুরী   আহমদ আহসান কাজী মাসুম এম. এ সালাম রাজিবুল হক বাদশা
হিউম্যান রাইটস যুক্তরাজ্য প্রতিনিধি টমিউডের কাছে ফুটেজ সহ স্মারকলিপি  হস্তান্তর করা হয়

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন