কেরালায় দুর্গতদের পাশে আল্লু অর্জুন, দিলেন বড় অনুদান

gbn

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারতের কেরালার ওয়েনাড। ওয়েনাডে ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁইছুঁই। এখনও নিখোঁজ ২০০ জনের বেশি মানুষ। গ্রামের পর গ্রাম ধসে যাচ্ছে।

চারিদিকে শুধুই ক্ষতের চিহ্ন। এমন অবস্থায় বিপর্যয় মোকাবেলা করতে শুরু হয়েছে উদ্ধারকাজ। ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন সবাই। এরই মধ্যে দুর্গতদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন।

 

সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান আল্লু অর্জুন। তিনি লিখেছেন, ‘ভূমিধসে কেরালায় যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত। কেরালা আমায় এত ভালবাসা দিয়েছে। আমি কেরালার সিএম রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা দিতে চাই।

আশা করি এতে উদ্ধারকার্যে কিছু সাহায্য হবে। কেরালার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরও শক্তি দিক।’

 

সামাজিক মাধ্যমে পোস্টের পর আল্লু আর্জুনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তার অনুরাগীরা। অনেকে গর্ববোধ করছেন অভিনেতাকে নিয়ে।

 

এদিকে আল্লু অর্জুনের কাজের ক্ষেত্রে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার আসন্ন চলচ্চিত্র ‘পুষ্পা ২।’ শোনা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য এই সিনেমার মুক্তি পিছিয়ে গেছে। সূত্রের খবর অনুসারে, পরিচালক সুকুমার এখন সিনেমার কিছু দৃশ্যের পুনরায় শ্যুটিং করতে চাইছেন। যেখানে ভিএফএক্সের গুণ নিয়ে কাজ করা হবে। দর্শক টানতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নির্মাতা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন