আম্বানিপুত্রের বিয়েতে দেশি লুকে জন সিনা, রিকশায় ঘুরলেন কিম কার্দাশিয়ান

gbn

এই মুহূর্তে গোটা মুম্বাইয়ের চোখ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে। শুক্রবার (১২ জুলাই) বিয়ের পিঁড়িতে বসেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বলিউড থেকে হলিউড, ভারতীয় ক্রিকেট দলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন বিয়েতে। আর এই মহা আয়োজনে দেখা মিলেছে রেসলিংয়ের সাবেক চ্যাম্পিয়ন ও হলিউড অভিনেতা জন সিনার।

একেবারে দেশি লুকেই চমকে দিয়েছেন তিনি।

 

5

বিয়েতে দেশি লুকে জন সিনা

বিয়েতে ভারতীয় পোশাকে মিডিয়ার সামনে উপস্থিত হন জন সিনা, যা বেশ মুগ্ধ করেছে ভক্তদের। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে জন সিনাকে দেখা গেছে সিলভার এমব্রয়ডারি করা একটা পাউডার নীল কুর্তায়৷ সঙ্গে পরেছিলেন সাদা পায়জামা৷ পায়ে ছিল বাদামি রঙের জুতা। জিও কনভেনশনে তিনি স্বপ্রতিভভাবে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন৷ সবার অনুরোধে মিডিয়ার সামনে তার আইকনিক হাতখোলা সিগনেচার পোজটি করেন৷

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে দেশ ও বিশ্বের নানা তারকা ভারতে এসেছেন।

হলিউড তারকা কিম কার্দাশিয়ান তার বোনের সঙ্গে এসে পৌঁছেছেন। ভারতে এসেই একেবারে ভারতীয় নারীর মতো ঘুরেছেন মুম্বাইয়ের রাস্তায়।

 

1

মুম্বাইয়ে অটোরিকশায় ঘুরেছেন কিম ও ক্লোয়ি কার্দাশিয়ান 

অনন্ত-রাধিকার বিয়েতে এসে মুম্বাইয়ে অটোরিকশায় করে ঘুরেছেন হলিউড তারকা কিম কার্দাশিয়ান ও তার বোন ক্লোয়ি কার্দাশিয়ান। বিয়েতে পাশ্চাত্যের পোশাকেই দেখা গিয়েছে দুই বোনকে।

তবে তার মধ্যে ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। কিমের কপালে লাল টিকা। ক্লোয়ির কপালে ছিল রুপালি টিপ। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ক্লোয়ি কার্দাশিয়ান লিখেছেন, ‘আমি আর কিম ভারতে রিকশায় চেপেছি।’ মুম্বাই শহরের ব্যস্ত রাস্তায় তাদের অটোসফরের ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা।

 

শুক্রবার, ১২ জুলাই মুম্বাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। রোশনাইয়ে ঝলমল বিয়ের আসরে হাজির গোটা বিশ্বের ‘হেভিওয়েট’ ব্যক্তিত্বরা। উপচে পড়েছে গোটা বলিউড। তিন দিনব্যাপী এই বিবাহ উৎসবের প্রথম দিন বিয়ে সম্পন্ন হয়েছে। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ, ১৪ জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন