নতুন পোস্টারে উন্মাদনা বাড়াল ‘পুষ্পা ২’

gbn

মুক্তির অপেক্ষায় বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’। সিনেমাটি ঘিরে আগ্রহের শেষ নেই দর্শকদের। ইতোমধ্যেই সিনেমাটির নায়ক ও নায়িকার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। প্রকাশ হয়েছে দুটি গানও।

এর পর থেকেই আগ্রহ আরো তুঙ্গে। এবার দর্শকমনে নতুন ঝড় তুলতে সিনেমার আরও একটি পোস্টার মুক্তি দিয়েছেন নির্মাতারা।

 

‘পুষ্পা ২ : দ্য রুল’-এর নির্মাতারা প্রকাশ্যে এনেছেন আরো একটি পোস্টার। সামাজিক মাধ্যমে সিনেমাটির নতুন একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পুষ্পা রাজ শাসনের মাত্র ৭৫ দিন বাকি।

’ নতুন পোস্টারে, পুষ্পাকে লুঙ্গি পরিহিত অবস্থায় কাঁধে রাইফেল নিয়ে থাকতে দেখা গেছে।

 

1

‘পুষ্পা ২ : দ্য রুল’-এর নতুন পোস্টার

এর আগে সিনেমার দ্বিতীয় গানটি ছয়টি ভিন্ন ভাষায় মুক্তি পেয়েছিল। যেমন সুসেকি (তেলুগু), আঙ্গারন (হিন্দি), সুদানা(তামিল), নোডোকা (কন্নড়), কান্দালো (মালয়ালম) এবং আগুন (বাংলায়)। গানটি মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল ৬টি ভাষায় গেয়েছেন।

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল আবারও একাধিক ভাষায় গান গেয়ে সকলের মন জয় করেছেন। গানটির আকর্ষণীয় সুরে মন মজেছে সকলের। সুরকার দেবী শ্রী প্রসাদ (ডিএসপি), যাকে মাস্টার অফ ম্যাজিক বলা হয়, এই নতুন পার্ট ‘পুষ্পা ২ : দ্য রু ‘-এ হইহই ফেলে দিয়েছেন দর্শকমনে। 

 

আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। সুকুমার পরিচালিত এবং মিথ্রি মুভি মেকার্স প্রযোজিত এতে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিলসহ একাধিক তারকা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন