পুতিনের উপহার দেওয়া গাড়িতে চড়লেন কিম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে একটি বিলাসবহুল গাড়ি পেয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবার সেই গাড়িতে প্রথমবার চড়লেন কিম। কিমের বোন জানিয়েছেন, শুক্রবার প্রথমবার পুতিনের দেওয়া গাড়িতে চড়েছেন কিম। এ ঘটনা দুই দেশের বন্ধুত্ব জোরদার হওয়ার স্পষ্ট নিদর্শন।

 

 

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়ে, আরুস রাশিয়ার প্রথম বিলাসবহুল গাড়ি। ২০১৮ সালে পুতিন তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম একটি আরুস লিমুজিন ব্যবহার করার পর থেকে শীর্ষ কর্মকর্তাদের মোটরকেডে ব্যবহার করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে কিম ও পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর থেকেই তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে।

এ সফরের মধ্য দিয়ে পিয়ংইয়ং ও মস্কো কাছাকাছি আসার পাশাপাশি সামরিক সম্পর্ক জোরদার করার কথাও জানায়।

 

কেসিএনএ বলছে, রাশিয়ার তৈরি গাড়িটি গত ১৮ ফেব্রুয়ারি কিমের শীর্ষ সহযোগীদের কাছে পাঠানো হয়। এটি কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য দেন পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমাদের অভিযোগ, রাশিয়াকে কামানের গোলা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া।

আর সেসব অস্ত্র ইউক্রেনে হামলায় ব্যবহার করছে রাশিয়া। তবে ওই দুই নেতাই পশ্চিমাদের এ অভিযোগ নাকচ করে দিয়েছেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন