কলকাতার মেট্রোতেও মোশাররফের ‘হুব্বা’

gbn

আগামী ১৯ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসুর নতুন ছবি ‘হুব্বা’। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। মুক্তির আগে তাই কলকাতাসহ বিভিন্ন জায়গায় স্থান পেয়েছে মোশাররফ করিম অভিনীত এই ছবির পোস্টার। বিভিন্ন দেয়াল, গাড়ি, ট্রাম সবখানেই দেখা যাচ্ছে হুব্বার পোস্টার।

 

তবে গতকাল দেখা গেল এক ভিন্ন চিত্র। কলকাতার মেট্রো রেলও সেজেছে হুব্বার পোস্টার ও ব্যানারে। এরই মধ্যে হুব্বার পোস্টারসহ এ রকম একটি মেট্রো রেলের ভিডিও দেখা গেছে। পুরো রলে হুব্বার পোস্টার।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটা স্টেশনে এসে থামছে ট্রেন। যে ট্রেনের দুই পাশেই হুব্বার পোস্টার। ট্রেন থামতেই মেট্রোতে উঠছেন যাত্রীরা।

 

1

বলে রাখা ভালো, বাংলাদেশের মতো কলকাতায়ও রয়েছে মোশাররফ করিমের অসংখ্য ভক্ত।

তাদের কেউ এ রকম একটি ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়েছেন। তার পর থেকে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

কিছুদিন আগে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছিল। প্রকাশের পর থেকেই সবাই যেন লুফে নিয়েছেন ট্রেলারটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়েছে মোশাররফ করিম ভক্তদের উচ্ছ্বাস।

বাংলাদেশের ভক্তদের জন্য সুখবর হলো, ছবিটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও একই সময়ে মুক্তির পরিকল্পনা করেছে পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। এরই মধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা।

 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করলেন।

এই ছবিতে পুলিশের ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এ ছাড়াও আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন