পরীমনির সতর্কবার্তা

gbn

কয়েক দিন আগেই নিজের গ্রামের বাড়ি বরিশালে ঘুরে বেড়িয়েছেন অভিনেত্রী পরীমনি। সেখানে পরিবারের মানুষদের নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন তিনি। তবে ঢাকায় ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। তিনি একা নন, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যসহ পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি ছিলেন।

তবে সবার অবস্থা ভালো হলেও ছেলে রাজ্য এখনো হাসপাতালে।   

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই খবর দিয়েছেন পরীমনি। ব্যান্ডেজ হাতে ছেলের একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে সতর্কবার্তা দিয়ে লিখেছেন, ‘শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন।

বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস, শীতের সময় এসব থেকে নিরাপদ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে পরিষ্কার করা হয় সেভাবে না করেই শুধু খাওয়ার পানি দিয়ে ধুয়ে খেয়েছিলাম।

’    

 

তিনি আরো লিখেছেন, ‘বাবু (পরীর ছেলে) খুবই অল্প পরিমাণ, মানে দু-একটা কামড় দিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে গত ১১ তারিখ রাত থেকে হাসপাতালে। সবাই মোটামুটি সুস্থ হলেও পুণ্য (পরীমনির ছেলে) এখনো হাসপাতালে!’

ছুটি কাটিয়ে একটানা কাজ শেষ করার চিন্তা ছিল অভিনেত্রীর। তা জানিয়ে তিনি লিখেছেন, “নানুবাড়ি থেকে ভীষণ রকম ভালো সময় নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম।

গতকাল আমার ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এর সংবাদ সম্মেলন ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিকভাবেই মন খারাপ হচ্ছিল খুব। কিন্তু সকাল থেকে ‘কাগজের বউ’-এর প্রশংসা পাচ্ছিলাম। আমার বেশ আনন্দ হচ্ছে এসবে।”

 

পরীমনি অভিনীত ‘কাগজের বউ’ সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন ডি এ তায়েব, মামনুন হাসান ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন