আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার কামিন্স

gbn

দুবাইয়ে চলছে আইপিএলের নিলাম। প্যাট কামিন্সের নাম ওঠার আগে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রভম্যান পাওয়েল। ৭ কোটি ৪০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

তবে পাওয়েল সহ আইপিএলের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স।

নিলামে এই পেসারকে নিয়ে এক প্রকার যুদ্ধ চলেছে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ানস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স সব দলই কামিন্সকে পাওয়ার লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্স।

 

এর আগে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্যাম কারেন। ২০২৩ সালের আইপিএলের আগে নিলামে তাঁকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছিল পাঞ্জাব কিংস।

নিলামে চাহিদার তুঙ্গে ছিলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেডও। তাঁকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে দলে পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

হেডকে দলে নিতে শুরুতে বিড করে হায়দরাবাদ। হায়দরাবাদের সঙ্গে দ্রুতই লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস। জমে উঠে দুই দলের তুমুল লড়াই। তাতে ২ কোটি ভিত্তিমূল্য থেকে তাঁর দাম ছাড়িয়ে যায় ৬ কোটি। শেষ পর্যন্ত হায়দরাবাদ ৬ কোটি ৮০ লাখ রুপি বিড করার পর নিজেদের মধ্যে আলোচনায় হাল ছেড়ে দেয় চেন্নাই।

 

ইংল্যান্ডের হ্যারি ব্রুককে রাজস্থানের সঙ্গে লড়াইয়ের পর ৪ কোটি রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে নাম উঠলেও দল পাননি দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশো ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন