বাংলাদেশের বিষয় যুক্তরাষ্ট্রের নীতিতে অবাধ, সু্ষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন গুরুত্ব পাবে। সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ক্ষেত্রে গুরুত্ব পাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার মঙ্গলবার রাতে ওয়াশিংটনে সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ম্যাথু মিলারের কাছে প্রশ্ন ছিল, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত সন্ত্রাসবিরোাধী প্রতিবেদনে মার্কিন সহায়তায় বাংলাদেশে সন্ত্রাসী হামলা কমার কথা উল্লেখ করা হয়েছে।
এখন রাজনৈতিক সহিংসতার কারণে উগ্রবাদী গোষ্ঠীগুলোর আবার উত্থানের ঝুঁকি আছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে কী ধরনের সহযোগিতার পরিকল্পনা করছে?
জবাবে ম্যাথু মিলার বলেন, ‘আমরা স্পষ্ট বলেছি, আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। এটিই আমাদের নীতি হিসেবে আছে। এটিই বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের সম্পৃক্ততার ক্ষেত্রে গুরুত্ব পাবে।
’
এ পর্যায়ে ওই সাংবাদিক মুখপাত্র ম্যাথু মিলারকে বলেন, তাঁর প্রশ্ন ছিল সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে, নির্বাচন নিয়ে নয়।
এর প্রতিক্রিয়ায় ম্যাথু মিলার বলেন, ‘আমি বুঝতে পেরেছি। কিছু দিন আগেই আমরা প্রতিবেদনটি প্রকাশ করেছি। এ নিয়ে আমার আর কিছু বলার নেই।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন