সুন্দরগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসারের অপসারণ দাবী

gbn

 ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল’র অপসাণ দাবীতে অবস্থান নিয়েছেন সুন্দরগঞ্জ আঃ মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে উক্ত অফিসারের অশালীন আচরণের বিচার দাবী করেন শিক্ষার্থীরা। এসময় উক্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কৌশিক কুমার সরকার জানান, উপজেলা অডিটরিয়াম হলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণে করে চেয়ারে অন্যান্য শিক্ষার্থীদের মতই বসেছিল। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাকে শাষণ-গর্জন ও অশালীন ভাষায় গালমন্দ করেন। এরই প্রতিবাদে তাৎক্ষণিকভাবে উপস্থিত ঐ বিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে থানার সেকেন্ড অফিসার এসআই রাফায়েত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর শিক্ষার্থীরা বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দাখিল করেন। এ ব্যাপারে কয়েকদফা কথা বলার চেষ্টা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মাহমুদ হোসেন মন্ডলকে পাওয়া যায়নি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এনায়েত হোসেন জানান, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি নজরদারীতে নেয়া হবে। 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন