দীপিকার পোশাক নিয়ে কটাক্ষ

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

কেবল ভালো অভিনেত্রী বলে নন, ফ্যাশন আইকন হিসেবেও সুপরিচিত বলিউডের দীপিকা পাড়ুকোন। শুটিং স্পট থেকে রেড কার্পেট, যেখানেই তিনি হাঁটুন, চোখে পড়বে মানানসই সাজ। কখনো কখনো বিনা প্রসাধনে, ঘরোয়া লুকেই বাজিমাত করেন নায়িকা।

পরিপাটি সাজের মধ্যেও আচমকা গোলমাল হয়ে যায়। মুম্বাই বিমানবন্দরে এমনই অস্বস্তিকর মুহূর্তে পড়লেন দীপিকা। গাড়ি থেকে নেমে তিনি হাত নেড়ে ভেতরে চলে গেলেও ক্যামেরায় ধরা রইলো অভিনেত্রীর পোশাক বিভ্রাটের ঝলক।

 

কী হয়েছিলো ‌‘এইটিথ্রি’ অভিনেত্রীর পোশাকে?

এদিন দীপিকা পরেছিলেন ছোট হাতা সাদা টি-শার্ট ও সাদার ওপর নীল স্ট্রাইপ ঢোলা প্যান্ট। হাওয়ার দাপটে তাই সামলানো দায়। তবু ক্যামেরার চোখ এড়ালো না কিছুই। দীপিকার টপের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিলো অন্তর্বাস। কিছুটা ঝুঁকেও হাঁটছিলেন তিনি।

ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট হতেই সেটি নিমেষে ভাইরাল।কিছুক্ষণের মধ্যেই ভেসে এল কটাক্ষ, মন্তব্যের বন্যা। একজন লিখেছেন, সবই তো দেখা যাচ্ছে!

আর একটি তীব্র মন্তব্য তার নীচেই, এভাবে হাঁটছেন কেন দীপিকা? কী হয়েছে?

যদিও দীপিকা সে সব থেকে অনেক দূরে। নিজের শহর ছেড়ে বেঙ্গালুরুতে উড়ে গিয়েছেন কাজে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন