বুলবুল আহমদ ॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দলের এএসপি মো: আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দিরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ হাজার পাতার বিড়ি উদ্ধার ও এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। জানাযায়, সুনামগঞ্জের দিরাই বাজারের গত ২২ সেপ্টাম্বর বিকাল ৪টার সময় র্যাবের অভিযানে ২৬ হাজার পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। এতে রায়হান স্টোরে ২২হাজার ৫শলাকা ভারতীয় পাতার বিড়ি ও বিড়ি বিক্রেতার ৪ হাজার ৩৫০টাকা জব্দসহ সুনামগঞ্জের দিরাই থানার রাধানগর গ্রামের মৃত জরিপ উদ্দিনের পুত্র মোঃ আবু বক্কর মিয়া (৩৩) আটক করে র্যাব। উদ্ধারকৃত আলামত সহ ধৃত ব্যক্তিকে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন