চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর আনসার ক্যাম্প এলাকায় প্রশাসনের হস্তক্ষেপে১৬ বছরের কিশোরী তাহমিনা আক্তার তন্বীর বাল্য বিয়ে দেয়ার চেষ্টা পন্ড হয়েছে। সেওই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা আব্দুল খালেক ও রোফিনা বেগমের মেয়ে। তন্বী ৮ম¤্রিেণর ছাত্রী ছিল। আব্দুল খালেক তার সৎ পিতা। জেলার শিবগঞ্জ উপজেলার একযুবকের সাথে তার বিয়ে ঠিক হয়। শুক্রবার দুপুর পৌনে ১টায় উপজেলা নির্বাহীকর্মকর্তার প্রতিনিধি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম, জেলামহিলা বিষয়ক দপ্তরের কর্মচারী আফসানা বেগম ও শওকত আলী এবং সদর থানাপুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবাইলুল ইসলামের নেতৃত্তে একটি দলবিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে। এএসআই ওবাইলুল জানান, বর বিয়েবাড়িতে আসার পূর্বেই বাল্য বিয়ের খবর পেয়ে তাঁরা বিয়ে বাড়িতে উপস্থিতহয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় তন্বীর মা রোফিনা বেগম লিখিত অঙ্গীকার করেন যে,প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তিনি মেয়ের বিয়ে দিবেন না।