নতুন পতাকায় আরবী ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

শীঘ্রই বদলে যাবে সৌদি আরবের জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীত। নতুন পতাকাতে আর দেখা যাবে না পবিত্র কালিমা। নতুন পতাকায় আরবী ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম।

সোমবার (৩১ জানুয়ারি) মজলিশে শূরার সদস্য সাদ আল-উতাইবির এ সংক্রান্ত প্রস্তাব দেন। এরপরই এ বিষয়ের সম্মতি প্রকাশ করে মজলিশে শূরা। খবর সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

 

‘এসপিএ’র প্রতিবেদনে বলা হয়, শূরার নিরাপত্তা ও সামরিক বিষয়ক কমিটির সম্মতির পর জাতীয় পতাকা, প্রতীক ও সংগীত সংস্কারের এই প্রস্তাব বাস্তবায়ন এখন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।

প্রতিবেদনে আরো বলা হয়, সৌদির শূরা কাউন্সিলের সম্মতিই যে কোনো আইন বাস্তবায়ন ও সংস্কারে চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে বাদশাহ’র অনুমোদন এখন আনুষ্ঠানিকতা মাত্র।

উল্লেখ্য, প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবেই এ পরিবর্তন করা হবে। এরই আওতায় গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন নিয়মের উন্নয়ন ও শরীয়া সমর্থিত আইনগুলোকে নবায়ন ও সংস্কার করছে সৌদি সরকার।

দেশটির স্থানীয় বেশ কিছু পত্রিকার দাবি, কলেমাখচিত পতাকার অবহেলা বা অনিচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে যাওয়া আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন