সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে সাকিব আল হাসানের ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৬ ডিসেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বসেরা অলরাউন্ডারকে ছুটি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

পাপন জানান, বিশ্রাম বা ছুটি নিতে কারও কোনো সমস্যা নেই। সাকিব পারিবারিক কারণে ছুটি চেয়েছেন।

তিনি বলেন, যার বিশ্রাম দরকার তাকে বিশ্রাম দিতে হবে। সাকিবের ব্যাপারটা ভিন্ন। সে বিশ্রাম চায়নি বা চোট পায়নি। সে জরুরি পারিবারিক কারণে বিরতি চেয়েছে। ওর বিষয়টা আলাদা। ও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এতে কোনো সন্দেহ নেই।

বিসিবি সভাপতি বলেন, যে কারণেই ছুটির আবেদন করুক, বিশ্রাম বা বিরতি, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেটা আনুষ্ঠানিক হতে হবে। আমরা যেটাতে জোর দিচ্ছি সেটা হলো, আমরা আগাম জানতে চাই। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে সমস্যা।

তিনি আরও জানান, এ ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যতে না ঘটে তা নিশ্চিত করতে বিসিবি জানুয়ারি থেকে নতুন পরিকল্পনা গ্রহণ করছে।

প্রসঙ্গত, আগামী ৯ ডিসেম্বর দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ।সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১ জানুয়ারি । বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই সিরিজ থেকে ছুটি চেয়ে রেখেছিলেন আগেই। তারপরও সাকিবকে রেখে ৪ ডিসেম্বর নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন